দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে ঘিরে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এরা এনসিপির সদস্য না হলেও গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন বলে দাবি করে তিনি বলেন, তাদের পদত্যাগে বাধ্য করতে একটি চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ষড়যন্ত্র জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। তা রুখে দিতে হবে।” তিনি আরও জানান, শহীদ মিনার থেকে বিচার-সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।


বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভা মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “এক বছর আগেও আমরা মাঠে ছিলাম, এখনও আছি। আমাদের রুখতে নানা ষড়যন্ত্র হয়েছে। ঘোষণা আটকানো হয়েছে, সংবিধান সংস্কারে বাধা দেয়া হয়েছে। আমরা জানিয়ে দিচ্ছি, কোনো দমন-পীড়নে এনসিপি ভাঙবে না।” তিনি আরও বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন। নতুন সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্রপতি অপসারণ ছাড়া এনসিপি রাজনীতি থেকে একচুলও সরে আসবে না।”


পথসভায় অন্যান্য নেতারা বলেন, আগামীতে ক্ষমতায় গেলে এনসিপি দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নেতারা সবাই আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে অভূতপূর্ব সাড়া নিয়ে জনগণ এনসিপিকে ক্ষমতায় আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *