
শৈলকুপা, ঝিনাইদহ | ১০ জুন:
বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না—এই মর্মে দৃঢ় আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, “আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন, কোনো চাপ থাকবে না।”
মঙ্গলবার (১০ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান
অ্যাটর্নি জেনারেল আরও জানান, তিনি নিয়মিতভাবে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই লড়াইয়ে তিনি ইতোমধ্যে সফলতার মুখ দেখছেন। তিনি বলেন, “শৈলকুপাকে মাদকমুক্ত করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা মাদকের তথ্য দেবেন, তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। শুধু অপরাধীর পরিচয় প্রকাশ করা হবে।”
গুম ও ক্রসফায়ার বন্ধে সরকারের সাফল্য
সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “গত দশ মাসে দেশে একটিও গুমের ঘটনা ঘটেনি, কোনো ক্রসফায়ার হয়নি। পুলিশও কোনো মিথ্যা বা গায়েবি মামলা দেয়নি। এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
উন্নয়নে জনসম্পৃক্ততা এবং দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি
শৈলকুপায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “এখানে যে উন্নয়ন কাজ হচ্ছে, তা আপনাদের করের টাকায়। যদি কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির তথ্য দিন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।