দিনাজপুরে সড়কের ১২ কিলোমিটার এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান

দিনাজপুরে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। রোববার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার ফুলহাট বাজার থেকে খানপুর বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় এ অভিযান শুরু হয়।

সওজ বিভাগের কর্মকর্তারা জানান, ১৯৪২ সালে ব্রিটিশ সরকারের সময়ে এসব জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে রেকর্ডভুক্ত না থাকায় পরবর্তীতে অনেকেই জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণ করেন। সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময় শেষ হলেও কেউ স্থাপনা না সরানোয় সওজ বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে ব্যবসায়ীরা অভিযোগ করেন, “সিএস খতিয়ানের বাইরে শুধুমাত্র ম্যাপের ভিত্তিতে উচ্ছেদ অভিযান চালানো হলে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়বেন।”

সড়ক ও জনপদ বিভাগের সচিব আশফাকুল হক স্বপ্ন বলেন, “সড়কের নিয়মিত প্রস্থ ১২০ ফিট হলেও আমাদের প্রকল্পের জন্য ৮০ থেকে ৮৫ ফিট জায়গা প্রয়োজন। তাই এই সীমার মধ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *