দিনাজপুরে এনসিপি নেতার অভিযোগ: “মামলা ব্যবসা শুরু করেছে একটি দল”

দিনাজপুর, ২৮ মে:
“টাকা খাওয়ার জন্য একটি দল এখন মামলাকে ব্যবসা হিসেবে চালু করেছে,”— এমনই গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার দিনাজপুর জেলার বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “এভাবে মামলা ব্যবসা চলতে দেওয়া যাবে না। কোনো নিরপরাধ মানুষের ওপর জুলুম করা অন্যায়, এবং যারা এটি করছে, তাদের ওপরই এর পরিণতি ফিরে আসবে। এর একটি উদাহরণ হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনা।”

তিনি আরও বলেন, শুধু বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তনের জন্য দরকার সৎ, যোগ্য ও বিবেকবান নেতৃত্ব। “নিজেকে বিবেকবান ভোটার হিসেবে গড়ে তুলতে হবে। শুধু প্রতীক বা বড় দলের মোহে পড়ে ভোট দিলে সঠিক পরিবর্তন সম্ভব নয়,”— বলেন এনসিপি নেতা।

চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে সারজিস বলেন, “আগামী দিনের বাংলাদেশে অপরাধীদের কোনো জায়গা থাকবে না। সে যেই দলেরই হোক, চাঁদাবাজ বা মাদক ব্যবসায় জড়িত থাকলে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

উল্লেখ্য, এনসিপি নেতার এই সফরের দ্বিতীয় দিনে তিনি দিনাজপুর জেলার সাতটি উপজেলার পথসভায় অংশ নিচ্ছেন। সফরের শুরুতে বিরল উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করেন সারজিস আলম। এরপর তিনি কাহারোলের উদ্দেশ্যে রওনা হন।

এই সফরের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *