
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।
এদিকে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যেমন প্রত্যাশা করছে, তারই কিছু আভাস পাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে বিমানবন্দর। এদিন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে ঢাকায়।