ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল | ২১ মে ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের সংঘটিত হয়েছে বাস ডাকাতির ঘটনা। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৫টার মধ্যে একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। যাত্রীদের কাছ থেকে অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। এছাড়া নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগও পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে ‘আল ইমরান পরিবহন’-এর একটি বাস রংপুরের উদ্দেশে রওনা দেয়। সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে যাত্রী উঠানোর পর বাসটি এলেঙ্গা পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই যাত্রীবেশে থাকা ৮-১০ জন অস্ত্রধারী ডাকাত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ডাকাতরা চালক, হেলপারসহ যাত্রীদের চোখ, মুখ ও হাত-পা বেঁধে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে বাসটি যমুনা সেতুর পূর্বপ্রান্তে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঢাকার দিকে পুনরায় যাত্রা করে। ডাকাত দলের সদস্যরা রাতভর বাসটি নিয়ে সাভারের চন্দ্রা ও আশুলিয়া পর্যন্ত ঘোরাঘুরি করে এবং একাধিকবার টাঙ্গাইল পর্যন্ত ফিরে যায়।

বাসের এক যাত্রী, বগুড়ার আদমদীঘির জুয়েল মিয়া জানান, ডাকাতির সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। তার চোখ ও মুখ বাঁধা থাকলেও তিনি কান্নার আওয়াজ ও নারী যাত্রীদের কাকুতি-মিনতি শুনতে পান।

ঘটনার পরপরই টাঙ্গাইল থানা পুলিশ অভিযান শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানান, এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, চলতি মহাসড়কে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত ১৭ ফেব্রুয়ারি ‘ইউনিক রয়েলস’-এর একটি বাসে একই কায়দায় ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এর আগে ২০২২ সালের ২ আগস্ট কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও ধর্ষণের অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *