
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন। শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই হিসেব করেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। রোববার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা হলো—বরিশালে সর্বাধিক ১১৬ জন, চট্টগ্রামে ৭৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬০ জন, ঢাকা দক্ষিণে ৫৭ জন, ঢাকা উত্তরে ২৫ জন, রাজশাহীতে ৪৫ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা থাকলেও এখনো সমন্বিতভাবে প্রতিরোধমূলক উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১৪ হাজার ৮৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন স্থল ধ্বংস না করলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।