
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় (২৭ জুলাই সকাল ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৭৮ জন। একই সময়ের মধ্যে নতুন করে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পঁচিশে জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় আছেন ৩৪৮ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে চিকিৎসাধীন ৯১০ জন। শুধুমাত্র চলতি জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। এই সংখ্যা আগের মাসগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, বছরের শুরু থেকেই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ছে। জানুয়ারিতে ১,১৬১ জন আক্রান্ত হয়ে ১০ জন মারা যান, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন আক্রান্ত এবং মৃত্যু ৭ জন, মে মাসে আক্রান্ত ১,৭৭৩ জন এবং মৃত্যু ৩ জন, জুনে ৫,৯৫১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ ডেঙ্গুর ঝুঁকি ব্যাপকভাবে বাড়ে। তাই এই সময়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিতে হবে। স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগকে যৌথভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।