ডেঙ্গু, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯৪

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এই সময়ে কারও মৃত্যু হয়নি, তবে চলমান পরিস্থিতিতে সতর্কতার মাত্রা বাড়াতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, যা সারাদেশে সর্বাধিক। ঢাকা মহানগরীতে ৭৯ জন, রাজশাহী বিভাগের সিটি এলাকার বাইরের জেলাগুলোতে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ২৩ জন রোগী ভর্তি হন। এই পরিসংখ্যান দেখাচ্ছে, শুধু রাজধানীতেই নয়, বরিশালসহ অন্যান্য বিভাগীয় শহরেও ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে, যার মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি। বিশেষ করে পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার করা, মশানিধনের কার্যকর উদ্যোগ এবং সচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *