ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ জন

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার খবর—এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি রোগী—৪৯ জন—হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার শহরাঞ্চলে ২৭ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ২৫ জন, চট্টগ্রামে ১৭ জন এবং খুলনা ও রাজশাহী বিভাগে ১০ জন করে রোগী ভর্তি হয়েছেন।


চলতি বছর জানুয়ারি থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত মোট ২১ হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার জন—যা চলতি বছরের সর্বোচ্চ। অর্থাৎ, জুলাই মাসে প্রতি তিনজন ডেঙ্গু রোগীর একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৩ জন। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী।


বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত ও জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তারা আরও সতর্ক করেছেন, আগস্ট মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে যদি এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়। স্বাস্থ্য অধিদফতর জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার বিস্তাররোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *