ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার খবর হলো, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে—১২১ জন। এরপর রাজধানী ঢাকা মহানগরে ৬৭ জন, ঢাকার বাইরের অঞ্চলসমূহে আরও ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ৩৩ জন, খুলনায় ২৬ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে রোগী ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, চলমান বৃষ্টিপাত এবং জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৫৮৫ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের—যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৭ জন নারী। জনস্বাস্থ্যবিদরা ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন এবং সবাইকে মশার বিস্তার রোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন কর্তৃপক্ষকেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *