ডেঙ্গুতে একদিনে ৩ প্রাণহানি, হাসপাতালে ৩৩১

ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই পুরুষ। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন, যার মধ্যে ঢাকার বাইরের রোগীর সংখ্যাই ২৫৬ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ ১৩২ জন, ঢাকা বিভাগের বাইরে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭, ঢাকা উত্তরে ২৮, চট্টগ্রামে ৩০, খুলনায় ১৮ এবং ময়মনসিংহে ৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে স্পষ্ট যে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এই প্রবণতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ এবং ৭ হাজার ৯১৫ জন নারী। মারা গেছেন ৭৩ জন, এরমধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী। তবে স্বস্তির বিষয়, গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ বছর মোট ১৭ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে বাড়ছে সতর্কতার আহ্বান—সবাইকে মশা নিধন ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *