ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮

দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৮ জন রোগী নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুরুষদের বয়স যথাক্রমে ৫৩ ও ১৮ বছর, আর নারীর বয়স ২২ বছর

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৪০ জন নারী। এখন পর্যন্ত ২৩,২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার বড় অংশই জুলাই মাসে, অর্থাৎ এক মাসেই ১০ হাজারের বেশি রোগী ভর্তি হয়। স্বাস্থ্য অধিদফতর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির মৌসুমে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি আরও অবনতি হতে পারে যদি তৎপরতা না বাড়ানো হয়। জনগণকে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *