ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩২৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬০ বছর এবং অপরজনের বয়স ৩৭ বছর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে—সংখ্যা ১১৮ জন। এছাড়া, ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৪৩, রাজশাহীতে ২৯, খুলনায় ৬, ময়মনসিংহে ৬ এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৮৭০ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নাগরিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *