
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বলে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হাসপাতালে সর্বাধিক ৪৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩১ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে, তাই সময়মতো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ২৯ জন নারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নগরবাসীকে মশার বিস্তার রোধে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় এখনো অনেক জায়গায় জমে থাকা পানি ও অপরিষ্কার পরিবেশ ডেঙ্গুর বিস্তারে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তারা।