
চট্টগ্রাম, ৮ জুন:
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন আদৌ সম্ভব হবে কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে—বিশেষ করে ডিসেম্বরের মধ্যে—নির্বাচন না হলে দেশের রাজনীতিতে গভীর সংকট দেখা দিতে পারে।
রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজের বাসভবনে ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু এসব কথা বলেন।
তিনি বলেন, “বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বর মাসেই নির্বাচন চায়। এরপর রমজান, শিক্ষাপরীক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের মৌসুম শুরু হবে। এমন পরিস্থিতিতে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।”
নির্বাচনের সময়সূচি ঘিরে যেসব মহল প্রভাব বিস্তার করতে চাইছে, সেসব থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “নির্বাচন পেছাতে যারা প্রভাবিত করছে, সেই প্রভাব থেকে সরকার মুক্ত হয়ে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না—তা নিয়েও জনমনে সংশয় তৈরি হয়েছে।”
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, যাতে সব দল অংশ নিতে পারে এবং জনগণের রায় প্রতিফলিত হয়। সময়মতো নির্বাচন না হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”