
সিরাজগঞ্জে এক পদযাত্রায় রাজনৈতিক দৃঢ়তা আর হুঁশিয়ারি ভরা ভাষণে আলোচনার কেন্দ্রে উঠে এলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “এনসিপির নেতাকর্মীদের ভয় দেখানো হলে আমরা চুপ থাকবো না। বরং স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—এই নেতাকর্মীরাই আমাদের শক্তি। দরকার হলে তাদের জন্য জীবন দিতেও আমরা প্রস্তুত।” তিনি আরও বলেন, যারা এনসিপিতে যোগ দিচ্ছেন, তাদের উদ্দেশে বলা হচ্ছে ‘আমরাই সরকারে আসবো’, আর এই আত্মবিশ্বাসই দলকে এগিয়ে নিচ্ছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় আয়োজিত পথসভা ও পদযাত্রায় তিনি এসব মন্তব্য করেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসনের মধ্যে থাকা কিছু কর্মকর্তা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন। ডিসি-এসপি অফিস যেন এখন দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আমরা এও বলি—আপনারা বেনজীর, হারুন হবেন না। কারণ, দিনশেষে কেউই আপনাদের রক্ষা করতে আসবে না।” তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, জনগণের পক্ষের অবস্থানে থাকুন এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করুন।
এনসিপির এ পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পদযাত্রাটি শেষ হয় ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার’ স্লোগানে। নেতারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে এনসিপি দেশের প্রতিটি জেলা-উপজেলায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে চায়।