
হাতিয়া, নোয়াখালী | ৩১ মে:
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রাকালে ট্রলারটি নদীতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ট্রলারটি একটি ডুবোচরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোট দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। স্থানীয় জেলেরা শুরু থেকেই উদ্ধারকার্যে সক্রিয়ভাবে যুক্ত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।