
টাকার চুরি নিয়ে কথাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে মা-মেয়েকে গৃহকর্মী আয়েশা হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২ হাজার টাকা চুরি করে। বিষয়টি নিয়ে লায়লা আফরোজের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে পুলিশে দিতে চাইলে তাদের হত্যা করে আয়েশা। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুলড্রেস পড়ে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিলো আয়েশা।
এর আগে, গতকাল রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, হত্যার পর তার স্বামী রাব্বীকে বিষয়টি জানায় আয়েশা। পরে তার স্বামী তাকে পালাতে সহায়তা করে।