টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা: রাউজানের বিএনপি কর্মী খুনে চারজন গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিমকে (৫২) টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের জবানবন্দি নেওয়ার পরই হত্যার পেছনের অর্থনৈতিক লেনদেনের তথ্য প্রকাশ পায়।

জেলা পুলিশের তথ্যে আরও জানা যায়, কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সন্ত্রাসীদের দুটি দল অংশ নেয়।

গত ৭ অক্টোবর আবদুল হাকিম প্রাইভেট কারে নগর থেকে তার গ্রাম রাউজানের বাগোয়ানের হামিম অ্যাগ্রো ফার্মে যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবদুল হাকিমের মৃত্যু হয়।

এ সময় গুলিবিদ্ধ হন তার গাড়িচালকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *