
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিস্কার শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালেই এসব বর্জ্য সরানোর কাজ শুরু হয়। এর আগে ভোরবেলায়, মঞ্চের সামনের জায়গায় দেখা যায়, ভেঙে ফেলা হয়েছে অসংখ্য গাছ। যত্রতত্র পড়ে ছিল খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানারসহ নানা আবর্জনা।