জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগ অবরোধ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আজ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার (১ আগস্ট) সকাল থেকেই আন্দোলনে অনড় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা ও শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতভর শাহবাগে অবস্থান নেওয়ার পর আজ সকাল থেকে তারা আবারও রাজপথে স্লোগান দিতে থাকেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ।


আন্দোলনকারীদের দাবি, বহুবার আহ্বান জানানো হলেও এখনো পর্যন্ত জুলাই সনদ ঘোষণা কিংবা বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি হয়নি। এই সনদ শহীদ পরিবার ও আহতদের অধিকার, যা বাস্তবায়ন না হলে আন্দোলনের গতি আরও তীব্র হবে বলেই হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীদের ভাষায়, “আমরা আমাদের অধিকার চাই, এই সনদ আমাদের আত্মত্যাগের স্বীকৃতি।” আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।


তারা আরও জানান, যদি দ্রুত সনদ ঘোষণা না করা হয়, তবে শাহবাগে স্থায়ী মঞ্চ তৈরি করে দিন-রাত অবরোধ চালিয়ে যাবেন তারা। আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে—সরকার যতই সময়ক্ষেপণ করুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বর্তমানে শাহবাগজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, যার নজর এখন সারাদেশে। সনদ নিয়ে আন্দোলনের ঢেউ যেন এখন বৃষ্টির স্রোত পেরিয়ে জনসচেতনতার ঢেউয়ে রূপ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *