জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক: জামায়াত আমির

জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে—এটি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া দুঃখজনক ও লজ্জাজনক। অনেকের দাবি মেনে নেওয়া হলেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো জুলুমের শিকার আর কোনো দল হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালোভাবে বুঝি।”

ডা. শফিকুর রহমান জানান, জামায়াত কখনও প্রতিশোধের পথে হাঁটেনি। জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “সুযোগ থাকা সত্ত্বেও জামায়াত কোনো অপরাধে জড়ায়নি, ভবিষ্যতেও কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *