
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ মঙ্গলবার (৫ আগস্ট) শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান’। দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানের সূচনা গান হিসেবে পরিবেশিত হয় ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’। বিপুল উৎসাহ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠান শুরু হয় যেখানে সুরের মধ্য দিয়েই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই দিনব্যাপী উৎসবে অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। সূচি অনুযায়ী, বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতির পর জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর ৫টা ৩০ মিনিটে মঞ্চে উঠবে বেসিক গিটার লারনিং স্কুল, ৫টা ৫০ মিনিটে পারফর্ম করবে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে গাইবেন জনপ্রিয় শিল্পী পারশা। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় শুরু হবে সন্ধ্যার অংশ।
সন্ধ্যা ৭টায় এলিটা করিমের গান দিয়ে জমে উঠবে সাংস্কৃতিক সন্ধ্যা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করবেন অভিনব স্পেশাল ড্রোন ড্রামা ‘Do You Miss Me’, যা প্রযুক্তি আর থিয়েটারের দুর্দান্ত এক সমন্বয়। ড্রোন ড্রামার পরপরই আকাশজুড়ে আলোকিত হবে ব্যতিক্রমধর্মী ড্রোন শো। রাতের পর্বে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। অনুষ্ঠানজুড়ে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ছিল উৎসবের আবহ, স্মৃতিচারণ আর নতুন করে চেতনায় জাগরণের প্রতিধ্বনি। ‘জুলাই পুনর্জাগরণ’ আজ শুধু একটি অনুষ্ঠান নয়—এটি একটি ইতিহাসের জীবন্ত পুনরাবৃত্তি।