জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি

জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টার ইসিতে চিঠি দেয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দ্যোদুলতা কেটে যাবে।” একইসঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও ব্যবসার অনিশ্চয়তা দূর হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি আশা করে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতে খুব দ্রুত ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হবে। তার মতে, এই সনদ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করবে। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কথা রাখার মাধ্যমে তিনি যে রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।” বিএনপি মনে করে, প্রধান উপদেষ্টার পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী আগামীর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন, যেখানে রাজনৈতিক সংস্কার, অবাধ নির্বাচন, এবং অন্তর্বর্তী সরকার পরিচালনার দিকনির্দেশনা তুলে ধরা হয়। একইদিন রাত ৮টার পর জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করব, যেন ২০২৬ সালের রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হয়।” ভাষণের পরই দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়, এবং তাৎক্ষণিকভাবে বিএনপির তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *