
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সংসদ গঠিত হতে হবে।” তিনি জানান, ‘নতুন বাংলাদেশ’ গঠনের লড়াই এখনও শেষ হয়নি এবং আগামীকাল শহীদ মিনারে আয়োজিত পদযাত্রার মাধ্যমে এই সংগ্রামের নতুন রূপরেখা ও কর্মসূচি ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম জানান, জুলাই পদযাত্রা ছিল বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রণয়নের দাবিতে পরিচালিত আন্দোলনের অংশ। তিনি বলেন, “সরকার আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে—এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমাদের মূল দাবি ছিল, ঘোষণাপত্র নয়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আংশিক ঐকমত্য সৃষ্টি হলেও, দ্বিমতের জায়গাগুলোতে এখনও কমিশনের পক্ষ থেকে কোনো স্পষ্ট পরিকল্পনা জানানো হয়নি।”
তিনি আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু করতে হবে। “আগামী নির্বাচন শুধু অংশগ্রহণমূলক নয়, বরং তা জুলাই সনদের ভিত্তিতে নতুন গণপরিষদ বা সংসদ গঠনের পথ উন্মুক্ত করবে।” এ সময় তিনি যানজটের জন্য ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেন এবং ছাত্রদলকে কর্মসূচি স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরও পূর্ণতার দেখা না মিললেও, এই সনদের মাধ্যমে হয়তো তার আংশিক বাস্তবায়ন সম্ভব হবে।”