
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে।’ সোমবার (৭ জুলাই) রাজধানীর গেন্ডারিয়ায় অভ্যুত্থানে শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে একটি সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ‘জুলাই আমাদের ইতিহাসের এক অলঙ্ঘনীয় অধ্যায়। এ অধ্যায় কেউ মুছে ফেলতে চাইলে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘জুলাইয়ের স্বপ্ন ব্যর্থ হতে দেয়া যায় না। এমন সুযোগ শত বছরে একবার আসে। ওই সময় যারা শহীদ হয়েছিলেন, তারা না এগিয়ে এলে হয়তো একটি প্রজন্ম অন্ধকারেই হারিয়ে যেত। এ শহীদরা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ, তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা অমলিন রাখতে হবে।’ তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানাতে হলে বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, চানখারপুলে ৫ আগস্ট যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ৬ শহীদের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই। আগামী ১৪ জুলাই চার্জ গঠনের আদেশ দেওয়া হবে এবং ৫ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ‘যারা মানুষ হত্যা করেছে পাখির মতো, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। এই বিচার হবে দৃষ্টান্তমূলক, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধের সাহস না পায়।’