জুমার খুতবার মাঝখানে রক্তাক্ত হামলা: চাঁদপুরে পেশ ইমামের ওপর ছুরিকাঘাত

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোল্লা বাড়ির ঐতিহ্যবাহী বাইতুল আমিন মসজিদের পেশ ইমাম নুরুল আমিনের ওপর জুমার নামাজের খুতবা চলাকালীন সময়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) দুপুরে খুতবার দ্বিতীয় ভাগে উঠে দাঁড়ানোর সময় এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে মিম্বারের সামনে এসে অতর্কিতে ইমামের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই মসজিদজুড়ে সৃষ্টি হয় চরম আতঙ্ক, মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী একাধিক মুসল্লি জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি মুখে কিছু না বলেই ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মসজিদের মুসল্লিরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় ইমাম নুরুল আমিনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল করার জন্য চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইমাম নুরুল আমিন সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশে ফেরার পর দীর্ঘদিন ধরে বাইতুল আমিন মসজিদে ইমামতি করে আসছিলেন। তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তিগত বিরোধের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছে স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পেছনে কোনো সংগঠিত চক্রান্ত বা ব্যক্তিগত রেষারেষির বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মসজিদের নিরাপত্তা জোরদারসহ পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *