
রংপুর, ১ জুন — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রংপুরে জিএম কাদেরের বাড়ির সামান্য আগুন ধরানোর ঘটনা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেছেন, যারা এই ঘটনা নিয়ে এত উদ্বিগ্ন, তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী ও খুনিদের ধরতে কতটি অভিযান চালিয়েছে এবং কতজনকে গ্রেফতার করেছে?
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে সারজিস আলম বলেন, গত তিন দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচিত মেয়র মোস্তফা আবার পদে ফিরে আসার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির বি টিম সন্ত্রাসীরা এই পরিকল্পনায় যুক্ত হয়ে বিক্ষোভ মিছিল করেছে। পাশাপাশি এনসিপি নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে জাতীয় পার্টি সাময়িক বিরোধিতার ছল দেখিয়ে বিরোধী দলের সুযোগ-সুবিধা নিয়েছে।
তিনি আরও জানান, দুই দিন আগে জিএম কাদের রংপুরে গিয়ে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। এসময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করলে, প্রথম হামলা চালায় জাতীয় পার্টির সন্ত্রাসীরা। পরে জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা ঘটে।
সারজিস আলম বলেন, সামান্য আগুন লাগানোর ঘটনা নিয়ে রংপুরের সেনাবাহিনী ও সংশ্লিষ্টরা দীর্ঘ নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশন চালাচ্ছে। এই সময়ে মহানগর বিএনপির নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু মূল অপরাধীদের ধরতে তেমন উদ্যোগ নেই। তিনি প্রশ্ন তুলেছেন, মেয়র মোস্তফার নেতৃত্বে চলা অবৈধ নির্বাচন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কতটুকু অভিযান চালানো হয়েছে?
সেনাবাহিনীকে যথেষ্ট সম্মানের জায়গায় রাখলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম প্রত্যাশা করেন সারজিস আলম। তিনি সতর্ক করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা জাতীয় পার্টির বি টিম হয়ে ফিরে আসার চেষ্টা করলে তা ব্যর্থ হবে।
এ ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এনসিপি ও স্থানীয় রাজনৈতিক মহল এ বিষয়ে আরও প্রাথমিক তথ্য জানাতে পারেনি।