জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, ভোটের দিনই গণভোট অনুষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত, তাদের অপসারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়।”

এদিকে, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এই ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থানে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *