
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলসদৃশ টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ১২ তরুণ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার কালা মিয়ার দোকানের সামনে ঘটনাটি ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফানি কনটেন্ট হিসেবে তৈরি করলেও পুলিশ বিষয়টিকে ‘গুরুতর ও স্পর্শকাতর’ মনে করছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক তরুণদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং তারা সবাই কর্ণফুলীর চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, তারা “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে রাস্তায় পতাকা হাতে মিছিলের মতো টিকটক ভিডিও বানাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিডিওটি ফেসবুকে আপলোড করার আগেই তাদের আটক করা হয়। আটককৃতদের একজন, মো. জাহেদের বাবা বলেন, “আমার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত না। ভিডিওতে স্লোগান দিলেও এটা ছিল নিছক মজা। কেউ হয়তো হিংসার বশে পুলিশে খবর দিয়ে ফেলেছে।”
জানা যায়, আটক তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে তারা মাঝে মধ্যে মজার ভিডিও প্রকাশ করেন। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা সংগঠিতভাবে রাস্তায় মিছিল করে ভিডিও ধারণ করেছে। বিষয়টি রাজনৈতিক স্পর্শকাতর। তাই দুষ্টুমির ছলে হলেও এর পেছনে কোনো ইন্ধন রয়েছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ বললেও পুলিশ বলছে—জাতীয় স্লোগানকে ঘিরে এমন কর্মকাণ্ড হালকাভাবে নেওয়া যাবে না।‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক ১২