
জয়পুরহাট, ৫ জুন: জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার গরুর হাটে ইজারার নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে জেলার ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে জড়িত একটি চক্রকে চিহ্নিত করেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী অন্তত ৫০ জন ক্রেতার মধ্যে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদান করা হয়।
এ সময় হাটে উপস্থিত সাধারণ জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের প্রশংসা করেন। স্থানীয়রা জানান, অভিযানের পর হাটে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরে আসে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।