
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এক অজ্ঞাত ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে বলে জানা গেছে।
নিহত যুবকের শরীরে অন্তত চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।