
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি সুষ্ঠু গণতন্ত্র চালাতে হলে সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জিয়া পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে একটি পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং জবাবদিহিতার অভাবে দেশজুড়ে ভয়াবহ লুটপাট হয়েছে।
তিনি আরও বলেন, “বিলম্ব না করে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ফিরতে হবে। বিএনপি বরাবরই গণতন্ত্রে বিশ্বাস করে এবং সে কারণেই একটি যৌক্তিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।” ফখরুল মনে করেন, দেশে বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ও অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি, তবে সেটি একদিনে সম্ভব নয়—এর জন্য সময় ও রাজনৈতিক ঐক্য প্রয়োজন।
আন্তর্জাতিক প্রেক্ষাপটেও উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতিমালার প্রভাব বাংলাদেশে নেতিবাচক হতে পারে। “ট্রাম্পের ট্যারিফ আমাদের বড় ধরনের বিপদের মুখে ফেলতে যাচ্ছে,” বলেন তিনি। এই সংকট থেকে উত্তরণে সরকারের একক সিদ্ধান্ত যথেষ্ট নয়, বরং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত কৌশল তৈরি করা এখন সময়ের দাবি।