
জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, এক বছর পূর্ণ হলেও আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হয়নি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অনেক আহত এখনও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকার এই দায়িত্ব পালনে উদাসীনতা দেখিয়েছে, যা গণআন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলেও বাস্তবে ভোটের পরিবেশ অনিশ্চিত। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বর্তমান ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তার মতে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে অনাগ্রহী হয়ে পড়বে।
তিনি আরও বলেন, জনগণ জুলাই গণঅভ্যুত্থান করেছিল পরিবর্তনের আশায়, কিন্তু অন্তবর্তী সরকারের ব্যর্থতা সেই আশাকে ম্লান করেছে। শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে হলে অবিলম্বে পুনর্বাসন কার্যক্রম, ক্ষতিপূরণ প্রদান এবং দোষীদের বিচারের উদ্যোগ নিতে হবে। সাইফুল হক সতর্ক করে বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে আবারও গণআন্দোলনের ঢেউ নামতে পারে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।