
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাদ্দাম হোসেন (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র্যাব-৩–এর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, ঘটনার পর থেকে দিলীপ আত্মগোপনে ছিলেন। ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে লুকিয়ে আছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।