ছয় জেলায় বন্যার আশঙ্কা: পাউবোর সতর্কতা জারি

ঢাকা, ২৯ মে — দেশের ছয়টি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব জেলার নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই দিনে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। পরবর্তী একদিনে এসব নদীর পানি ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদ-নদী—যেমন সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী—আগামী তিনদিনে পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও তিনদিনের মধ্যে বাড়তে পারে। এর মধ্যে তিস্তা নদীর পানি সতর্কসীমা ছুঁয়ে যেতে পারে। পাশাপাশি, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদ-নদীতে আগামী দুইদিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা দিতে পারে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে হ্রাস পাচ্ছে, তবে আগামী তিনদিন তা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই দুটি নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং জনগণকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যেন সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *