চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মালয়েশিয়া প্রবাসীর মৃ’ত্যু

চুয়াডাঙ্গা, ৫ জুন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার কয়রাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাজু ও মুসা নামে আরও দুইজন আহত হন।

নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের হুদাপাড়ার ইসরাইল আলীর ছেলে। আহত রাজু ও মুসাও একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইখলাস, রাজু ও মুসা একসঙ্গে মোটরসাইকেলে করে ভালাইপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কয়রাডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাস মারা যান।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *