চীনের সঙ্গে ‘অভূতপূর্ব সম্পর্ক’ স্থাপনের পথে বিএনপি: ফখরুল

চীনের সঙ্গে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিরোধী রাজনৈতিক দল বিএনপির ‘অভূতপূর্ব সম্পর্ক’ স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফরের দ্বিতীয় দিনে, মঙ্গলবার (২৪ জুন) বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, “চীন বাংলাদেশের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। একই সঙ্গে তারা স্পষ্ট করে জানিয়েছে যে, এ উন্নয়নে জনগণ যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায়, সে দিকেও নজর রাখতে হবে।”

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *