চাকরিচ্যুতির সংশোধিত আইনের প্রতিবাদে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

ঢাকা, ২৪ মে:
বিনা তদন্তে মাত্র ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতির বিধান সংযোজন করে ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৪ মে) সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংশোধনী উদ্যোগকে অগণতান্ত্রিক ও কর্মজীবীদের নিরাপত্তার পরিপন্থী বলে আখ্যায়িত করেন।

কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নূরুল ইসলাম বলেন, “এই আইন সংশোধনের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়নি। এতে কর্মক্ষেত্রে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। এমনকি কেউ যদি ছুটি নিয়ে অনুপস্থিত থাকেন, তাহলেও চাকরি হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই আইন বাতিল না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা একসাথে আন্দোলন করব।”

সরকার ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের কিছু ধারা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে। সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ বা অনুপস্থিতির অভিযোগে কর্তৃপক্ষ তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করতে পারবে।

এই প্রস্তাবিত পরিবর্তনকে কেন্দ্র করে সচিবালয়জুড়ে ক্ষোভ বিরাজ করছে। কর্মচারীরা বলছেন, এ ধরনের বিধান রাষ্ট্রীয় চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *