চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশু ও এক কিশোরসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে আরও ২৪৭ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যাওয়া দুই কন্যা শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭। অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ, তাদের বয়স ২৬ ও ১৫। চলতি বছরে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছে। এ রোগের বিস্তার রোধে সচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে সরকারি ও স্থানীয় উদ্যোগ চলমান রয়েছে।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ২৭,৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গরম এবং বর্ষাকাল জেলায় মশার বৃদ্ধি ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বাড়াচ্ছে, তাই মানুষকে নিজ ঘর ও আশেপাশের পরিবেশে সতর্ক থাকা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *