
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয় মা ও তার দুই শিশু সন্তানের মরদেহ। নিহতরা হলেন রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তাদের মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)। ঘাতক কারা, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে—তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ, তবে প্রাথমিক তদন্তে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে তারা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে শুধুমাত্র ময়না বেগম ও তার দুই সন্তান উপস্থিত ছিলেন। সকালে তাদের খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রত্যেকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এলাকাবাসী জানায়, পরিবারটি স্বাভাবিকভাবে বসবাস করত এবং কারও সঙ্গে বিরোধের কোনো তথ্য ছিল না।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, “তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছি। স্বামী রফিক উদ্দিন কোথায় ছিলেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত কি না—তাও খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয়রা এ ঘটনায় শোকাহত ও আতঙ্কিত। পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।