
গোপালগঞ্জে চলমান কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। বাজার, রাস্তাঘাট ও দোকানপাটে ধীরে ধীরে ফিরে আসছে জনচলাচল ও স্বাভাবিক কর্মব্যস্ততা।
সরেজমিনে দেখা গেছে, শিথিলতার সুযোগে মানুষজন বের হচ্ছেন বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। রাস্তায় কিছুটা হলেও বাড়ছে গণপরিবহণের সংখ্যা। মোটরসাইকেল, রিকশা ও প্রাইভেট যানবাহনের চলাচলও চোখে পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, কারফিউ শিথিল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে, যদিও অনিশ্চয়তা এখনো পুরোপুরি কেটে যায়নি।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলা ও সংঘর্ষের পরপরই জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করে, যা একাধিকবার বাড়ানো হয়। আজকের শিথিলতা স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত দিলেও, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিয়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এখনো সতর্ক অবস্থানে রয়েছে।