
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দেন। গ্রেফতার ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ—আব্দুর রাজ্জাক সিয়াম, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন মুন্না। একই মামলায় আইনের সংঘাতে জড়িত শিশু আমিনুল ইসলামকেও আটক রাখার অনুমতি চাওয়া হয়েছে।
গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আদালতে চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন এবং শিশু আমিনুল ইসলামকে আটক রাখার আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চাঁদাবাজি চক্রের নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থনৈতিক লেনদেন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আক্তার হোসেন ভুইয়া তাদের জামিনের আবেদন করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারজনকেই সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। মামলাটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ছাত্র রাজনীতির নেতাদের সম্পৃক্ততা এবং ঘটনাটির পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।