গু’ম-খু’নের বিচার রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি করবে: আমিনুল হক

ঢাকা, ৮ জুন ২০২৫ – গুম, খুন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকটি পরিবারের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।”

রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম ও রাজনৈতিক সহিংসতায় নিহত নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আমিনুল হক পল্লবীর বাসিন্দা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন ও ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং থাকবো।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে ছিল এবং থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *