গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনায় হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) এবং নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত গোলাপ মিয়া (৩৬) বিল না দিয়েই চলে যেতে চাইলে অসীম বাধা দেন। এক পর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান। অসীমকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে উদ্ধার করতে আসা সেলিনা বেগমকেও গুলি করা হয়। স্থানীয়রা দ্রুত আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসীম কোমরের নিচে ও অণ্ডকোষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তবে আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন। গুলির খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গোলাপকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, গোলাপের ব্যবহৃত অস্ত্রের ধরন ও তার রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, গোলাপ দীর্ঘদিন ধরে মাদক, চোরাচালান ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িত এবং রাজনৈতিক প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।

এলাকাবাসীর অভিযোগ, গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি স্মৃতির পলাশবাড়ীর বাসায় থাকতেন, তবে তিন বছর আগে টাকা চুরির অভিযোগে তাকে বের করে দেওয়া হয়। তবুও সরকার পতনের পর থেকে তিনি প্রকাশ্যে ঘুরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর নাপিতের বাজার এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *