
ঢাকা, ৫ জুন — দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১টি নমুনা পরীক্ষায় নতুন করে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন রোগী শনাক্তের হার অনুযায়ী সংক্রমণের হার এখনও নিয়ন্ত্রণে থাকলেও, সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কম সংখ্যক পরীক্ষা হলেও সংক্রমণের উপস্থিতি এখনও রয়েছে, তাই জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।