
শেখ হাসিনা গণতন্ত্রকে কবরস্থ করলেও বিএনপি ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নানাবিধ নির্যাতনের পরও আমরা থেমে যাইনি। গণতন্ত্র পুনর্জাগরণে আন্দোলন চালিয়ে গেছি।”
রিজভী বলেন, “গণতন্ত্র যখনই ধ্বংস বা ষড়যন্ত্রের শিকার হয়েছে, বেগম খালেদা জিয়া তখনই তা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন। পরমত সহিষ্ণুতা ও নৈতিকতার ভিত্তিতেই বিএনপি এগিয়ে যাচ্ছে।” তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের শেষ দিকে রিজভী বলেন, “অপরাধ করলে কেউই ছাড় পাবে না। বিএনপির নীতিই হলো—অপরাধ ও অনৈতিকতার ক্ষেত্রে জিরো টলারেন্স।” একই সঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে—বিএনপি জনগণের মাঝে কতটা জনপ্রিয়।”