
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইজিবাইকের দুই যাত্রী। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ইজিবাইক দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত আরও দুইজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ সময় স্থানীয়রা দুর্ঘটনা কবলিতদের সহায়তা করতে এগিয়ে আসেন এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ডুমুরিয়া থানা পুলিশ। এলাকাবাসীর দাবি, মহাসড়কে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচলই দুর্ঘটনার মূল কারণ, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে প্রাণহানি আরও বাড়তে পারে।