ক্ষমতার লোভ দেখিয়ে অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না

ক্ষমতার ভাগাভাগির লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে দমিয়ে রাখার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “একটি পক্ষ ভেবেছিল তারা আলোচনার নাটক করে বিপ্লবী শক্তিকে কিনে নেবে। কিন্তু বিপ্লব বিক্রির পণ্য নয়। আমরা ৫ আগস্ট দরজা খুলে দিয়েছিলাম, এখন জনগণ রাস্তায়।” শনিবার (১২ জুলাই) সাতক্ষীরার শান্তিমোড় থেকে শুরু হওয়া এনসিপির পদযাত্রা শেষে শহীদ আসিফ চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।





নাহিদ ইসলাম বলেন, “জাতীয় সরকার গঠনের প্রস্তাব আমরা ৫ আগস্টই দিয়েছিলাম, কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। ক্ষমতার অংশ চাওয়া ছাড়া তাদের কোনো আগ্রহ নেই। আমরা সংস্কার, বিচার ও একটি নতুন বাংলাদেশের কথা বললে, তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বরং পুরনো বন্দোবস্ত আঁকড়ে ধরে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ওপর নির্ভর করে কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। জুলাইয়ের মাঠ এখনো গরম, সেই শক্তিই রাস্তায় প্রতিরোধ গড়ে তুলবে।”





পদযাত্রা ও সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন আর দলীয় পালাবদলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের ইচ্ছার ভিত্তিতে একটি নতুন ধারার রাষ্ট্রব্যবস্থা গঠনের দাবিতে চলছে এই আন্দোলন। এ সময় বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং অপশাসনের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *